
ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর তুরাগের ঐতিহ্যবাহী নয়ানগর নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল বাদ আছর মাদ্রাসা মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । এতে মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থী ও এলাকার বিপুল সংখ্যক রোজাদার একত্রিত হয়ে, দেশ জাতির শান্তি কামনায় এবং এলাকার মৃত মুসলমানদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী- স্বেচ্ছাসেবক লীগের তুরাগ থানার সভাপতি ও অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে এবং নয়ানগর নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মোঃ আব্দুল খালেকের পরিচালনায়, মাহফিলে অংশ নেন ঢাকা উত্তর সিটির ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মোঃ নাসির উদ্দিন, তুরাগ থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ জিয়াউল হক জামাল, তুরাগ থানা মটর শ্রমিক লীগের সভাপতি মোঃ তৌকির হাসান ইকবাল, হাজী মোঃ নুর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল হামিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
