Daily Gazipur Online

পঞ্চগড়ে নৌকা ডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জন

ডেইলি গাজীপুর প্রতিবেদক :পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জন দাড়িয়েছে। লাশের অপেক্ষায় ৬০ পরিবার।আহাজারি নদীর তীরে।
রোববার সন্ধ্যা পর্যন্ত ২৫ জনের মৃতদেহ উদ্ধার করে।আজ (২৬ সেপ্টেম্বর) সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত আরো ১৭জনের মৃতদেহ উদ্ধার করা হয়।অস্থায়ী জরুরি তথ্য কেন্দ্রের কর্মকর্তা নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকার করতোয়া নদীতে ১শ অধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।
আঁখি মনি, রেনুকা, মেনুকা, সরেনসহ একাধিক নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা জানান, ২৪ ঘণ্টা হয়ে যাচ্ছে এপর্যন্ত পাওয়া যায়নি। এখনতো বেঁচে ফিরার কোন সম্ভাবনা নাই লাশের অপেক্ষায় আছি। শেষ সৎকারটুকু করা যাবে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারনে এখন পর্যন্ত মৃতদেহ উদ্ধার কাজ শেষ হয়নি। উদ্ধার কাজে জনবল বাড়ালে হয়ত তারাতারি উদ্ধার কাজ শেষ হওয়ার সম্ভবনা ছিল।