পদ্মা সেতু উদ্বোধনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার: র‍্যাব

0
70
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার (২২ জুন) পদ্মাসেতু এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের ১৮ কোটি মানুষ পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষার প্রহর গুনছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের মাধ্যমে বাণিজ্য, যোগাযোগসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে পদ্মা সেতু। বাংলাদেশের সকল মানুষ পদ্মা সেতু উদ্বোধনে অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় শামিল হবেন। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে র‍্যাব ফোর্সেস সেতুর দুই প্রান্তে সার্ভিস এরিয়া-১ ও সার্ভিস এরিয়া-২ সহ পার্শ্ববর্তী এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। উদ্বোধনী অনুষ্ঠান এবং সেতুর নিরাপত্তা জোরদার করতে দুই প্রান্তেই পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন থাকবে। সমাবেশস্থল, টোল প্লাজা, ফলক উন্মোচন ও হেলিপ্যাড এলাকার নিরাপত্তায় র‍্যাবের প্রয়োজনীয় সংখ্যক টহল মোতায়েন থাকবে। এছাড়া অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তায় র‍্যাবের কন্ট্রোল রুম সার্বক্ষণিক কাজ করবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here