পবিত্র ছফর শরীফ মাসের চাঁদ দেখা গেছে

0
228
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আহলু বাইতে রসূলিল্লাহ, ঢাকা রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত “মাজলিসু রুইয়াতিল হিলাল” উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের আকাশে গতকাল ইয়াওমুল জুমুয়াহ শরীফ দিবাগত সন্ধ্যায় পবিত্র ছফর শরীফ উনার চাঁদ দেখা গেছে।
উল্লেখ্য, ১৪৪২ হিজরী সনের পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল ২৯শে মুহররমুল হারাম শরীফ দিবাগত সন্ধ্যায় “মাজলিসু রু’ইয়াতিল হিলাল” উনার কেন্দ্রীয় কমিটির মজলিস ঢাকা রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
“মাজলিসু রু’ইয়াতিল হিলাল” উনার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়- দেশের ঢাকা মুন্সিগঞ্জ, আমানবাড়িয়া, চট্টগ্রাম, কুমিল্লা, খাগড়াছড়ি, বগুড়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিরোশগঞ্জ এবং সিলেটসহ আরো অনেক জেলার প্রতিনিধিগণ চাঁদ দেখতে পাওয়ার খবর পরিবেশন করেন।
তাই “মাজলিসু রু’ইয়াতিল হিলাল” উনার মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক- খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, মুজাদ্দিদে আ’যম রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনাহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করেন- আগামীকাল ইয়াওমুস সাবত (শনিবার) ২২ রবি’ ১৩৮৮ শামসী (১৯ সেপ্টেম্বর ২০২০ খৃঃ) হবে পবিত্র ছফর মাস উনার ১লা তারিখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here