Daily Gazipur Online

পশুরহাটেও চাঁদাবাজী করছে ক্ষমতাসীন দল ও প্রশাসন : মোমিন মেহেদী

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কোরবানীর পশুরহাটেও চাঁদাবাজী করছে ক্ষমতাসীন দল ও প্রশাসনের একটি বড় অংশ। মুখে ধর্ম-হাতে তসবিহ বা রাতে তাহাজ্জুদ পরলেও দিনে দুর্নীতি করছে ও পৃষ্টপোষকতা দিচ্ছে ক্ষমতাসীনরা। ২৬ জুন বিকেলে তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী দেশের রাজনৈতিক প্লাটফর্মগুলোর সমালোচনা করে বলেন, চাঁদাবাজ-দুর্নীতিবাজদের রাজনীতিকে হালাল করার জন্য পীর সাহেব থেকে শুরু করে মেজর- জেনারেল সবাই-ই ক্ষমতায় আসার আর আনার যুদ্ধে নেমেছে। তারা দেশের জন্য বেশি ভালোবাসে সাবেক ক্ষমতাসীন আর বর্তমান ক্ষমতাসীনদের দালালিতে ব্যস্ত।
নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুনধারার চেয়ারম্যানের উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির, আলেয়া বেগম, মামুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।