Daily Gazipur Online

পশ্চিমা দেশের ইন্দনে ফিলিস্তিনে হামলা চালানো হচ্ছে, শওকত হোসেন সরকার

অলিদুর রহমান অলি, গাজীপুর: গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার বলেন, ফিলিস্তিনের মুসলমান ভাই ও বোনদের উপর এই পশ্চিমা দেশের ইন্দনে প্রত্যেক ও পরোক্ষভাবে ফিলিস্তিনে হামলা চালানো হচ্ছে। ইজরায়েলিদের বর্বরোচিত হামলা আমাদের ফিলিস্তিনির সাধারণ নাগরিকের উপর চলছে তার প্রতিবাদে আজকে আমারা গাজীপুর মহানগর বিএনপির একত্রিত হয়েছি। আমারা প্রতিবাদ জানাই এধরনের বর্বরোচিত হামলা এই ইজরায়িলকে বন্ধ করতে বিশ্ববাসীর কাছে অনুরোধ করছি। বিশ্বের নেতাদের অনুরোধ করবো আজকে থেকেই যেন এসব হামলা বন্ধ করা হয়। প্রতিবাদের ভাষায় তিনি বলেন, স্টপ,স্টপ, স্টপ।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন।
সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন আহমদ, সদস্য সচিব আসাদুজ্জামান নূর, পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনে হাজারো নেতাকর্মীরা।
সমাবেশে বক্তৃতারা বলেন, গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এটি কোন মুসলিম দেশ সহ্য করতে পারে না। ফিলিস্তিনে কীভাবে নিরীহ নারী, পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে! আমরা দেখতে পাচ্ছি, সারা পৃথিবী আজ মজলুম মানুষদের কান্না ভারী হয়ে উঠছে। এবং গাজায় বর্বর হামলা ও নৃশংস গণহত্যা বন্ধে দাবি জানান।
বক্তৃতারা আরো বলেন, বিক্ষোভে ইসরায়েলি পণ্য বর্জন ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানান।