Daily Gazipur Online

পাঁচবিবিতে ওয়াল্ডভিশন কর্তৃক ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি: সোমবার সকাল ১০টায় উপজেলার বাগজানা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে ওয়াল্ডভিশন কর্তৃক ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাবু দুলাল অধিকারীর সভাপতিত্বে উপকরণ বিতরন পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেলিম রেজা, জেলা পরিষদ সদস্য আফজাল হোসেন আঙ্গুর, মহিলা সদস্য রেবেকা সুলতানা , বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বাবুল, বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল, সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, বিদ্যালয়ের অন্যতম সদস্য আরিফ হোসেন, পাঁচবিবি ওয়াল্ড ভিশনের এশটিং মনিটরিং এন্ড ইভুলেশন অফিসার অলক চন্দ্র বর্মন, চাইল্ড প্রটেকশন অফিসার স্বপন সরেন, এবং সাপ্তাহিক গ্রামীন আলোর স্টাফ রিপোর্টার প্রদীপ অধিকারী প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের নির্বাহী সচিব বাবু দীপঙ্কর অধিকারী (রিপন)। শেষে বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের মাঝে টিফিন বক্স, বোল, স্কেল, রং পেন্সিল, ইরেজার, সার্পনার সহ বিভিন্ন প্রকার উপকরণ তুলে দেয়া হয়।