পাঁচবিবিতে ঔষধ তৈরীর কারখানা জব্দ

0
198
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে ভারতীয় জিএসকের তৈরী ইনোর আদলে ইনো ও খাবার স্যালাইন ওসালাইন এম তৈরীর কারখানায় অভিযান চালিয়ে কাঁচামাল ও যন্ত্রাংশ জব্দ করেছে । সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক রাজিবুল আলম।
স্থানীয়সূত্রে জানাযায়, উপজেলার নন্দইল গ্রামের আতোয়ার হোসেন পুত্র মাহাবুব হোসেন ধরঞ্জী গ্রামের তার ভগ্নিপতি সেনা সদস্য সুলতান এর বাড়ি ভাড়া নিয়ে টিএসবি কোম্পানীর নামে মেশিন বসিয়ে এসব ইনো ও খাবার স্যালাইন তৈরী করে জেলার বিভিন্ন দোকানে বিক্রি করত।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক বলেন, বৈধ্য কাগজ-পত্র ছাড়াই তারা এসব নকল ইনো ও খাবার স্যালাইন তৈরীর অপরাধে কারখানার যন্ত্রাংশ ও কাচাঁমাল জব্দ করা হয় বাড়ির মালিক না থাকায় কারখানাটি সিলগালা করা হয়। বৈধ কাগজ দেখাতে পারলে জব্দকৃত মালামাল ফেরৎ দেওয়া হবে।
উল্লেখ্য যে, গত শনিবার জয়পুরহাট সদর উপজেলার হাতিল মাগণীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী এই ইনো সরবত খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পড়ে তাদের কে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here