Daily Gazipur Online

পাঁচবিবিতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ আজ বৃহস্প্রতিবার দুপুর ১২টায় জয়পুরহাটের পাঁচবিবিতে কুষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি অফিসের সম্প্রসারন অধিদপ্তর পাঁচবিবি উপজেলার আয়োজনে উপজেলার কয়া সীমান্তে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসল্লা বীজ উৎপাদন সংরক্ষরণ ও বিতরণ প্রকল্পের ( ৩য় পর্যায়ে) এম এম ই- সড়িষা ফলনের মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আশরাফুল আলম। এতে প্রধান অতিথি জয়পুরহাট জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা কৃষি অফিসের বীজ সংরক্ষকর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা উদ্ভিত সংরক্ষণ অফিসার মোঃ সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার জাহিদুল ইসলাম, ও শেফালী খাতুন প্রমূখ।