Daily Gazipur Online

পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ব্র্যাকের নগদ সহায়তা প্রদান

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ব্র্যাক। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার প্রায় পাঁচ শতাধিক এসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠি আদিবাসি সম্প্রদায়ের মাঝে পাঁচবিবির ব্র্যাক এরিয়া অফিসের মাধ্যমে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ-শেফা,বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, ব্র্যাক আইডিপির জেলা ম্যানেজার সুগ্রীব সরকার, দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রায়হান শরীফ, পৌর কমিশনার আনিছুর রহমান বাচ্চু, জেলা টেকনিক্যাল ম্যানেজার মশিউর রহমান, মানবতার দেওয়ালের উদ্যোক্তা দেওয়ান রাসেল, পাঁচবিবি শিক্ষার্থী সমিতির সহ-সভাপতি ফিরোজ হোসেন ফাইন প্রমুখ।