Daily Gazipur Online

পাঁচবিবিতে ঘূর্ণিঝড় কবলিত এলাকায় সহায়তা প্রদান

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ আজ মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবিতে ঘূর্ণিঝড় কবলিত এলাকায় সহায়তা প্রদান করা হয়। বাংলা হিলি হাকিমপুরের তারুন্য শক্তি সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছা শ্রমে কাঠ, বাঁশ ও টিনের ছাউনি নিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ তিন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়। ক্ষতিগ্রস্থ তিন পরিবার হলো নওদা গ্রামের দিনমজুর মাসুদ, ভ্যান চালক হাবলু মন্ডল ও বাগুয়ান গ্রামের দিনমজুর দুদু মিয়া।
এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, রংপুর মেডিকেল কলেজের ছাত্র জিল্লুর রহমান বাপ্পি, দিনাজপুর সরকারি কলেজের সম্মান শ্রেণির ছাত্র তানভির রেজা, হিরনময় সরকার, অন্ত প্রামানিক, দিনাজপুর পলিটেকনিকের ছাত্র সোলায়মান হোসেন, আশিক প্রমুখ। উল্লেখ্য গত ২এপ্রিল ঘূর্ণিঝড়ে ৩০৫টি পরিবারের ঘর বাড়ি বিধ্বস্ত হয়।