Daily Gazipur Online

পাঁচবিবিতে দুঃস্থদের মাঝে সেমাই চিনি ও বস্ত্র বিতরণ

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ সোলাইমান স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ও ইউনাইটেড ফিন্যান্স এন্ড ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব, অসহায় দুঃস্থদের মাঝে সেমাই চিনি ও বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার উচনা গ্রামে প্রতিষ্ঠিত শহীদ সোলাইমান স্মৃতি ফাউন্ডেশন এ শনিবার দুপুরে ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোর্তুজার রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনাইটেড ফিন্যান্স এন্ড ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান আহসান হাবিব মুন, ভাইস চেয়ারম্যান মাকছুদুল করিম বাবু, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, মেহেদী হাসান, স্বাধীন, প্রমূখ।