Daily Gazipur Online

পাঁচবিবিতে নির্মান শ্রমিকের মৃত্যু

মোঃ বাবুল হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। সে ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। শ্রমিকরা জানায়, গত সোমবার জাহিদুল কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ জাহিদুলের মৃত্যু হয়। পাঁচবিবি উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি সায়েম উদ্দিন বলেন, দুই সন্তানের জনক জাহিদুল ১৪ বছর ধরে নির্মান শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করত।