Daily Gazipur Online

পাঁচবিবিতে ব্লাড ডোনেশন টিমের ঈদ বস্ত্র বিতরণ

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধিঃ শনিবার জয়পুরহাটের পাঁচবিবিতে কলেজ, বিশ^বিদ্যালয়ে অধ্যয়ণরত এক ঝাঁক তরুণের সমস্বয়ে গঠিত সেবা মূলক সংগঠন ব্লাড ডোনেশন টিম দুঃস্থ্যদের মাঝে ঈদ বস্ত্র ও সেমাই চিনি বিতরণ করেছে।
এ উপলক্ষ্যে পাঁচবিবি পৌর পার্কে সংগঠনের সভাপতি সাগর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, সহকারী অধ্যাপক আজাদ আলী, বন্ধনের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বিপ্লব, দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সম্পাদক আব্দুল হাই, প্রভাষক আওরঙ্গজেব ও শাহজাহান আলী প্রমুখ। সংগঠনটি মূলত অসুস্থ্য ও অসহায় মানুষের জন্য রক্ত প্রদান ও যোগাড়ের কাজ করলেও বছরে বিশেষ সময়ে গরীবদের মাঝে শাড়ী, লুঙ্গি ও শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করে থাকে। সভাপতি জানান, এবার ঈদ উপলক্ষ্যে উপজেলায় ২’শ ৫০ জন দুঃস্থ্যদের মাঝে বন্ত্র ও সেমাই চিনি বিতরণ করা হবে।