
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ১০বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।
থানা সুত্র জানায়, রোববার রাত ১১টায় জয়পুরহাট জেলার চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে অফিসার ইনচার্জ বজলার রহমানের নেতৃত্বে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের মৃত আখের আলীর ছেলে মাসুদ রানা (৩৬) কে আটক করেন।
