Daily Gazipur Online

পাঁচবিবিতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মিনি ম্যারাথন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ আজ রবিবার জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি পৌরসভা ও উপজেলা প্রসাশনের আয়োজনে মাদক ও বাল্যবিবাহ বিরোধী ৩য় মিনি ম্যারাথন শেখ রাসেল স্টেডিয়াম থেকে বের হয়ে প্রায় ৮কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে। মিনি ম্যারাথনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাথী, সুধিজনসহ প্রায় ৫শতাধিক ব্যক্তি অংশ গ্রহন করে। পরে পুরুস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বার্হী অফিসার মোঃ রাজিবুল আলম। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন, পৌরমেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব প্রমুখ।