
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ আজ বুধবার জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দূর্ঘটনায় শাহিনুর (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুয়াতপুর গ্রামের সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু কুয়াতপুর গ্রামের জোনার আলীর ছেলে। স্থানীয় গ্রামবাসীরা জানান, মঙ্গলবার বিকেলে কুয়াতপুর গ্রামের রাস্তার মাঝ পথে শিশু শাহিনুর সাইকেল চালানোর সময় আপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাটে আধুনিক জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরে নিহত শিশুকে রাতে বাড়ি ফিরে আনে তার পরিবারের স্বজনরা। এদিকে শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।
