Daily Gazipur Online

পাঁচবিবিতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি রেলষ্টেশন এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রনি (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার রাত ১১টার দিকে। রনি পাঁচবিবি শহরের চাতাল পট্টি এলাকার আহাদ আলীর ছেলে।
পরিবার সুত্রে জানা যায়, রনি (২০) ও রাজু (১৯) পাঁচবিবি রেল ষ্টেশন এলাকায় আসার মাত্রই প্রতিপক্ষরা তাদের ঘিরে ফেলে এবং এলোপাথারী মারপিট ও ছুরিকাঘাত করে তাদের মারাত্মক আহত করে। মুমূর্ষ অবস্থায় রনি ও রাজুকে পাঁচবিবি হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটলে রনি ও রাজুকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সংকোটাপন্ন অবস্থায় রনিকে রংপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আজ সকালে পাঁচবিবি থানা পুলিশ রনির লাশের ময়না তদন্ত করে। ঘটনাস্থল সহকারী পুলিশ সুপার (সার্কেল) ইশতিয়াক আলম ও অফিসার ইনচার্জ বজলার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।