Daily Gazipur Online

পাঁচবিবিতে ১১জন পুলিশসহ ২৭ জনের করোনা শনাক্ত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ আজ শনিবার জয়পুরহাটের পাঁচবিবিতে ১১জন পুলিশ সদস্যসহ ২৭জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সহিদ হোসেন। এই নিয়ে উপজেলা মোট ৭৫জন করোনা শনাক্ত হলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পাঁচবিবি থানার ১১জন পুলিশ ও এক পুলিশ সদস্যের স্ত্রী, পাঁচবিবি পৌরসভার গাড়ী চালক এবং বালিঘাটা ১০জন, আটাপুর ৩জন ও একজন করে আওলাই ও বাগজানা ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৩ ও ১৮ তারিখে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় তাদের নমুনা সংগ্রহ করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হলে রিপোর্ট পজিটিভ আসে।