পাবনায় হ্যালো বিডি গ্যাজেট এর ডিলার ও ডিস্টিবিউটরদের সাথে মতবিনিময়

0
89
728×90 Banner

আর কে আকাশ, পাবনা: পাবনায় হ্যালো বিডি গ্যাজেট এর অথরাইজ ডিলার ও ডিস্টিবিউটরদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ৪টায় পাবনা বনলতা কফিশপে মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যালো বিডি গ্যাজেট এর জিএম পিটার কিন।
সভায় আরও বক্তব্য রাখেন, হ্যালো বিডি গ্যাজেট এর ন্যাশনাল সেলস ম্যানেজার আনোয়ার হোসেন সুমন, রিজিওন্যাল সেলস ম্যানেজার সাদিকুল খাইর, এরিয়া সেলস অফিসার প্রিন্স, অথরাইজ ডিলার এর স্বত্ত¡াধিকারী সাগর চৌধুরী, হ্যালো পাবনার আব্দুর রহমান খান সামাউন প্রমূখ।
এর পূর্বে হ্যালো বিডি গ্যাজেট এর জিএম পিটার কিনসহ অন্যান্য কর্মকর্তাগণ পাবনায় পৌঁছালে হ্যালো পাবনার আব্দুর রহমান খান সামাউনসহ অন্যান্যরা ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান।
হ্যালো বিডি গ্যাজেট এর কর্মকর্তাগণ হ্যালো বিডি গ্যাজেট’র হাই-টেক এক্সেসরিজ এবং গ্যাজেট, বাসুস, রিমাক্স ব্যান্ডের গুণগত মান ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। এসময় পাবনার বিভিন্ন মোবাইল শোরুমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here