Daily Gazipur Online

পার্বতীপুরে বাড়ীতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেইলি গাজীপুর প্রতিবেদক :  দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও ভাংচুর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের আনন্দবাজার চাচেঁয়া গ্রাম ঘটনাস্থলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য নিপা আক্তার বলেন, দীর্ঘদিন যাবত তারা পৈত্রিক সূত্রে পাওয়া ও জমিতে বসবাস করে আসছেন। গত বৃহস্পতিবার দুপুরে হারুনুর রশিদের নেতৃত্বে এক দল মানুষ পরিবারের লোকজনকে মারপিটসহ বাড়িঘর ভাংচুর দখলে নেয়ার চেষ্টা করে। এ ঘটনায় পর থেকে খোলা আকাশের নিচে অবস্থান করছে ভুক্তভোগীরা। এদিকে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।