Daily Gazipur Online

পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে মালামাল চুরির দায়ে গ্রেফতার-৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাানাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের রডসহ বিভিন্ন খুচরা মালামাল চুরির অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে এদের নিশানবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে রাসেল (৩০), সাইফুল (২০), ইমন বিশ্বাস (২১), সালাহউদ্দিন বিশ্বাস (২০), জুয়েল মোল্লা (২০) ও মিরাজ (২২)। এদের সকলের বাড়ি ধানখালীর মরিচবুনিয়া গ্রামে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুর রহমান জানান, এরা সবাই চোরাই চক্রের সদস্য।