Daily Gazipur Online

পূবাইলে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকা থেকে এক পুরুষ ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ।
১আগস্ট মঙ্গলবার সকালে ৪১নং ওয়ার্ডের বিলাসাড়া এলাকায় রাস্তার পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে সকালে রাস্তার পাশে লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান,লাশটি অর্ধ-গলিত হওয়ায় শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান।