

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে পূবাইল থানার কলেজ গেট ও রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে প্রাণ আরএফএল এর কাভার্ডভ্যান( ঢাকা মেট্রো উ- ১২-৩৫৮২) ও অটোরিকসা মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছে। অটোরিকসা টি দূমড়েমূচরে সড়কের পাশে পড়ে যায়। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ৬ জন রাজমিস্ত্রি ও যোগালি নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। এসময় কালীগঞ্জগামী প্রাণ আরএফএল এর ওই কাভার্ডভ্যানের সাথে ব্যাটারি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালক ও যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয়।স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অপর এক জন মারা যান।পূবাইল থানার এস আই রাসেদুর রহমান জানান কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
