Daily Gazipur Online

পূবাইলে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইলের ৪০ নং ওয়ার্ডের কুদাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাউন্সিলর ফুটবল কাপ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় জমকালো আয়োজনে নক আউট পদ্ধতিতে কুদাবো ইয়ং স্টার ও সিংগারার টেক ইলাভেন স্টার দলের মধ্যে ম্যাচ উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর সুপ্রিমকোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকি।নক আউট পদ্ধতিতে ১৬ টি টিম দুভাগে বিভক্ত হয়ে লড়বেন বলে জানিয়েছেন টুর্নামেন্ট আয়োজকেরা।
খেলার প্রথমার্ধে ২ -২ গোলে শেষ হয়।প্রথমার্ধে সিংগারার টেক ইলাভেন স্টারের মামুন একাই দুটি গোল করেন। অন্যদিকে কুদাব ইয়াং স্টারের পক্ষে একটি করে গোল করেন সাজন ও সুজন ।দ্বিতীয়ার্ধে ৪৫ মিনিটের সময় সুজনের দেয়া গোলে ৩-২ গোলে কুদাব ইয়াং স্টার সিংগারার টেক ইলাভেন স্টারকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন কামরুজ্জামান সরকার সহকারী ছিলেন মোশারফ হোসেন ও সালাউদ্দিন সরকার।ধারাভাষ্যকার ছিলেন সোনালি অতীত ফুটবলার আবদুল্লাহ আল হাতেম।