Daily Gazipur Online

পূবাইলে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃদেলোয়ার হোসেন পূবাইল, (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২নং ওয়ার্ডের মিরেরবাজার হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ শনিবার বিকালে পূবাইল থানা বিএনপি(একাংশ) অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেজা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা সেচ্ছাসেবকদল এর সাবেক সাধারণ সম্পাদক এ্যাড নজরুল ইসলাম খান (বিকি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মদ। আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক আবদুল আলিম, পূবাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা জাহাঈীর আলম,মোবারক হোসেন, আনোয়ার হোসেন মোল্লা, আবদুল আজিজ, মীর আতাউর রহমান,শহীদ খান, প্রমুখ, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজী আবু বকর সিদ্দিক।