Daily Gazipur Online

পূবাইলে লরি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের পূবাইলে লরি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রবিবার সকাল ১০টার দিকে পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ সড়কের মাজুখান পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: অটোচালক হানিফ মিয়া (৩৫)। তার বাড়ি ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারাবাদ এলাকায়। অপরজন সাব্বির আলম (২৭)। তার বাড়ি ৪০ নম্বর ওয়ার্ডের মাজুখান দক্ষিণপাড়া এলাকায়।
এ ঘটনায় আহত দুজনের পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পূবাইল থানার এসআই রফিকুল জানান, টঙ্গী থেকে পাঁচ যাত্রী নিয়ে মিরেরবাজারের দিকে যাচ্ছিল দুর্ঘটনাকবলিত ওই অটোরিকশা। মাজুখান পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে লরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।