সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় কারিতাসের পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টার সময় মর্যাদা প্রকল্প কারিতাস রাজশাহী অঞ্চল এর পক্ষ থেকে উপজেলার মোবারক হোসেন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের ১১জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে নগদ ৪৪ হাজার ৮শত ৫৮টাকা শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, নিতপুর ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম চৌধূরী, কারিতাস মর্যাদা প্রকল্প এর ফিল্ড এনিমেটর পিউস হাসদা, মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌদুদ আহম্মেদসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীগণ।