Daily Gazipur Online

প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা ইকবাল মোজাদ্দেদীর ইন্তেকাল

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, আহলে সুন্নাত ওয়াল জমা’আতের অন্যতম অভিভাবক অধ্যক্ষ আল্লামা এস এম ইকবাল মোজাদ্দেদী আলকাদেরী (৮০) গতকাল সকাল ৭.৩০ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে, নাতীÑনাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। ঐ দিন বাদে আসর শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদরাসা ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় সর্বস্তরের মানুষের ঢল নামে। মরহুমের ইন্তেকালে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মোহাম্মদ মঈনূদ্দীন আশরাফী, মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দোলা, স্ট্যান্ডিং কমিটির সদস্য এম এ মতিন, দক্ষিণ জেলার সভাপতি আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুজ্জামান আলকাদেরী, শায়খুল হাদিস আল্লামা মুফতি আবদুল ওয়াজেদ, মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, কাজী সোলায়মান চৌধুরী, অধ্যক্ষ মুখতার আহমদ, পীরজাদা খাজা মো. মোবারক আলী শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, তিনি আহছানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল মাদরাসা, চন্দ্রঘোনা অদুদিয়া তৈয়্যবিয়া মাদরাসাসহ বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।