Daily Gazipur Online

প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার দিলেন স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক : ঈদের আনন্দ সকলের মধ্যে বিলিয়ে দিতে গরীব অসহায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ-বস্ত্র উপহার দিলেন স্বেচ্ছাসেবক লীগের সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ। আজ শুক্রবার (২২মে) ঢাকা বিশ্বিবদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে এই ঈদ উপহার বস্ত্র প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ সভাপতি নির্মল রঞ্জন গুহ,সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু,ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন,সাধারণ সম্পাদক তারিক সাঈদ,কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়,সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।
এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতারা অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দারানোর আহ্বান জানান।