Daily Gazipur Online

প্রধানমন্ত্রী আমাদের কাছে বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের কাছে বঙ্গবন্ধুর রেখে জাওয়া আমানত বললেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ।
বাংলাদেশ ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় একটি বিশার সমাবেশের আয়োজন করেন উপজেলা ছাত্রলীগ।
এসময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি শোভন বলেন,আজ বাংলাদেশ ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশ সৃষ্টিরর পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাসের বাকে বাকে অনন্য ভূমিকা রেখেছে।ছাত্রলীগ সব সময় মানুষকে পথ দেখায়।বঙ্গবন্ধু যে বিনির্মাণ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়িত করাই হচ্ছে ছাত্রলীগের কাজ। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালে জাতীর ক্লান্তীলগ্নে, এদেশের অসহায় মানুষ যখন তাদের ন্যায্য অধিকার পাচ্ছিলনা, ঠিক সেই সময় অধিকার আধায়ের লক্ষে পাকিস্তানী স্বৈরচারিদের হাত থেকে অসহায় মানুষকে মুক্ত করতে বঙ্গবন্ধুর হাতিয়ার হিসেবে ছাত্রলীগ গঠন করে ছিলেন। বাংলেদেশ ছাত্রলীগ সেই ১৯৭১ সালে বঙ্গবন্ধুর কাছ থেকে স্বাধীনতা পেয়েছি। হাজার হাজার ছাত্রলীগ সদস্যরা বুকের তাজা রক্ত ঢেলেদিয়ে ছিলো। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদে বঙ্গবন্ধুর ডাকে ছাত্রলীগ। ঝাঁপিয়ে পরেছিলো স্বাধীনতা যোদ্ধে।আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু সামাজিক,রাজনৈতিক স্বাধীনতা পাইনি।স্বৈরাচার বীরুদি আন্দোলনে ছাত্রলীগ অস্ত্র ধরেছিল।ছাত্রলীগের এখন কলম ধরার সময় এসেছে। দেশে আবারও প্রয়োজন পড়েছে ছাত্র ছাত্রলীগের।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ূম ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হক সৈকতের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারন সম্পাদক গোলাম রব্বানী। স্থানীয় এমপি সিমিন হোসেন রিমি বলেন, নেশা ও মাদকমুক্ত সমাজ গড়তে ছাত্রদের বেশি বেশি বই পড়ায় মনোযোগি হতে হবে। মানুষের মস্তিস্কের মেধা বাড়ে বই পড়লে। তাই মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের হাতে বই তুলে দেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক মাসুম প্রধান প্রমুখ।