প্রধান শিক্ষক‌ের বিরুদ্ধ‌ে রাস্তার গাছ কেটে লুটপাটের অভিযা‌েগ

0
345
728×90 Banner

মাসুদ রানা পলক,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়‌ের বালিয়াডাঙ্গী উপজেলায় চলাচল‌ের রাস্তার সরকারি গাছ ক‌েট‌ে লুটপাট‌ের অভিযা‌েগ পাওয়া গ‌েছ‌ে একটি বিদ্যালয়‌ের প্রধান শিক্ষক‌ের বিরুদ্ধ‌ে। অভিযুক্ত শিক্ষক ফিরা‌েজ জামান উপজ‌েলার চরঙ্গী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক‌ের পদ‌ে কর্মরত আছ‌েন।
সা‌েমবার বিকাল‌ে এলাকাবাসীর পক্ষ‌ে উপজ‌েলার দুওসুও ইউনিয়ন‌ের সনগাঁও কুয়াটলি গ্রাম‌ের দবিরুল ইসলাম উপজ‌েলা নির্বাহী অফিসার সহ বিভিন দপ্তর‌ে লিখিত অভিযা‌েগ কর‌েছ‌েন।
অভিযা‌েগসুত্রে জানা গ‌েছ‌ে, গত শনিবার দুপুর‌ে স্থানীয় কাঠমিস্ত্রি মনসুর ও রফিকুল ইসলামক‌ে দিয়‌ে দুওসুও ইউনিয়ন‌ের সনগাঁও কুয়াটল গ্রাম‌ের চলাচল‌ের রাস্তায় অবস্থিত দুটি বড় গাছ কাটান স্কুল শিক্ষক ফিরা‌েজ জামান। পরে স্থানীয় জনগন গাছগুলো আটক করে থানা পুলিশক‌ে খবর দিল‌ে স‌েগুলা‌ে জব্দ কর‌ে দবিরুল ইসলাম‌ের জিম্মায় দ‌েয় পুলিশ।
দবিরুল ইসলাম জানান, গাছগুলি নিয়‌ে যাওয়ার জন্য একাধিকবার গাড়ী পাঠায় ওই শিক্ষক। আমি গাছগুলা‌ে দিত‌ে সম্মত না হল‌ে সা‌েমবার দুপুর‌ে আমার অনুপস্থ‌িতিতে জমির উদ্দীন বাচা নাম স্থানীয় এক ব্যক্তির গাড়ীত‌ে গাছগুলা‌ে নিয়‌ে যায় শিক্ষক ফিরা‌েজ। তব‌ে গাছগুলি নিয়‌ে যাওয়ার পর হত‌ে আমাক‌ে বিভিন্ন ধরণ‌ের হুমকি দিছ‌ে। পর‌ে বাধ্য হয়‌ে ইউএনওসহ ব‌িভিন্ন দপ্তরে অভিযা‌েগ প্রদান কর‌েছি।
সা‌েমবার বিকাল সাড়‌ে ৪টার সময় অভিযুক্ত শিক্ষক ফিরা‌েজ জামান‌ের নিকট মুঠা‌েফা‌েন‌ে জানত‌ে চাওয়া হল‌ে তিনি বল‌েন, আমি এখন ঘুমাচ্ছ‌ি পরে ফা‌েন দিয়‌েন। সন্ধ্যা ৭টার সময় তিনি মুঠা‌েফা‌েন‌ে বল‌েন, ক‌ে আপনাক‌ে গাছ কাটার খবর দিয়‌েছিল? আমি কা‌েন গাছ কাটিনি। ঘটনাস্থল‌ে পুলিশ গিয়ে গাছগুলা‌ে জব্দ কর‌ে দবিরুল ইসলাম নামক একজন‌ের জিম্মায় দিয়‌েছে, স‌েটা আপনি জান‌েন? এমন প্রশ্নের উত্তর‌ে তিনি বল‌েন, হ্যাঁ গত পরশু পুলিশ ফা‌েন দিয়‌েছিল। গাছগুলা‌ে ক‌ে কাটছ‌ে আমিও লা‌েক খুজত‌েছি। মুনসুর ও রফিকুল ইসলাম নাম‌ে দুজন মিস্ত্রির দ্বারা গাছগুলা‌ে আপনি কাটিয়‌েছ‌েন বল‌ে তারা আমাদের নিকট স্বীকার কর‌েছ‌ে এমন কথার প্রসঙ্গ‌ে তিনি বল‌েন, আমি আপনার কথা র‌েকর্ড কর‌ে নিলাম, তাদ‌ের বিরুদ্ধ‌ে গাছ কাটার মামলা করবা‌ে আপনি স্বাক্ষী দিব‌েন তা‌ে?
বালিয়াডাঙ্গী থানার ওসির নিকট আপনি এস‌ে গাছগুলা‌ে চ‌েয়‌েছ‌েন এমনকি আজ দুপুর‌ে স‌েখানে উপস্থ‌িত থাকা গাছগুলা‌ে নিয়‌ে গ‌েছ‌েন। এ প্রসঙ্গে আপনি কি বলব‌েন? উত্তর‌ে তিনি স্থানীয় এক আ.লীগ ন‌েতার সাথ‌ে কথা বলত‌ে বলার জন্য বল‌েন।
গাছ বহনকারী গাড়ী চালক জমির উদ্দীন বাচা বল‌েন, ২০০ টাকা ভাড়ায় শিক্ষক ফিরা‌েজক‌ে সাথ‌ে নিয়‌ে কাটা গাছগুলি তার বিদ্যালয়‌ের এক পার্শ্ব‌ে এন‌ে র‌েখ‌েছ‌েন।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মা‌েসাবরুল হক বল‌েন, দুটা‌ে গাছ জব্দ কর‌েছিলাম আমরা। শিক্ষক এস‌ে বলছ‌ে গাছগুলা তার লিজ নেওয়া। তব‌ে ট‌েন্ডার ছাড়া ক‌েট‌েছ‌ে বল‌ে স্বীকার করল‌ে পরবর্তীত‌ে ইউনিয়ন পরিষদ‌ের চ‌েয়ারম্যান‌ের সাথ‌ে কথা বল‌ে বাকি গাছ কাটব‌েন এমন শর্ত‌ে গাছগুলা‌ে নিয়‌ে য‌েত‌ে চ‌েয়‌েছ‌ে। পর‌ে কি হলা‌ে খা‌েজ নিয়‌ে জানাত‌ে পারবা‌ে।
বালিয়াডাঙ্গী উপজ‌েলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম সুমন বল‌েন, দাপ্তরিক কাজ‌ে একটু ব্যস্ত ছিলাম। বিস্তারিত জ‌েন‌ে অব‌ৈধ ভাব‌ে গাছ কাটার অভিযা‌েগ প্রমাণিত হল‌ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
সংশ্লিষ্ট দুওসুও ইউনিয়ন‌ের পরিষদ‌ের চ‌েয়ারম্যান আব্দুস সালাম বল‌েন, গাছ কাটার বিষয়‌ে ইউনিয়ন পরিষদকে ক‌েউ অবগত কর‌েনি।
অভিযা‌েগ রয়‌েছ‌ে ওই স্কুল শিক্ষক এলাকায় স্থানীয় কয়েকজন আ.লীগ ন‌েতার নাম ভাঙ্গিয়‌ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছ‌ে। গত বছর‌ের ২১ মার্চ ম্যানজিং কমিটি গঠনক‌ে কেন্দ্র করে দবিরুল ইসলাম নাম‌ে আরেক ব্যক্তিকে মারধর কর‌ে। এ নিয়‌ে গণমাধ্যম সহ এলাকায় বিষয়টি তীব্র সমালা‌েচনার মুখ পড়‌েন তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here