Daily Gazipur Online

প্রশংসা কুড়াচ্ছেন দর্শক এবং নির্মাতারা

ডেইলি গাজীপুর বিনোদন: দীর্ঘদিন পর এবার ঈদের নাটকের মধ্য দিয়ে ছোট পর্দায় ফিরলেন এক সময়ের জনপ্রিয় অভিনত্রেী সারিকা। এবার ঈদে বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে দেখা গেছে সারিকাকে। সবগুলো নাটকেই তার সাবলীল অভিনয়ের প্রশংসা করেছেন দর্শক এবং নির্মাতারা। এ নিয়ে ভীষণ উচ্ছ¡সিত তিনি। সারিকা বলেন, ‘অনেক দিন পর নাটকে কাজ করে ভালো লাগছে। আমি সব সময়ই কাজের মধ্যে থাকতে চাই। নানাবিধ কারণে মাঝের সময়টাতে কাজ করতে পারিনি। এখন থেকে আবারো নিয়মিত কাজ করব।’
এবারের ঈদ আয়োজনে সারিকাকে দেখা গেছে তুহিন হোসেনের পরিচালনায় ‘অন্যদিন’ নামের একটি নাটকে। এতে সারিকার বিপরীতে দেখা গেছে অভিনেতা জোভানকে। নাটকটি প্রচারিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন সারিকা। এ ছাড়াও আজ চ্যানেল আইতে প্রচারিত হবে সারিকা অভিনীত নাটক ‘চুল তার কবে কার’ টেলি ছবি। এতে সারিকার সঙ্গে দেখা যাবে মিশু সাব্বির, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আজম খানসহ আরো অনেককে। এ প্রসঙ্গে সারিকা যায়যায়দিনকে বলেন, ‘পরিচালক তুহিনের সঙ্গে আমি আগেও কাজ করেছি। তার ওপর আমার আস্থা আছে। আর ‘চুল তার কবে কার’ টেলি ছবিটির গল্প আমার মনে ধরেছে। ফলে পরিচালককে না করতে পারিনি।’