Daily Gazipur Online

প্রাণ ও ফার্ম ফ্রেশ দুধ বিক্রিতে আইনগত বাধা নেই

ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রাণ ও ফার্ম ফ্রেশ মিল্ক ব্র্যান্ডের পাস্তুরিত দুধ বিক্রিতে আইনগত বাধা দূর হয়েছে। এসব পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক ও সীসা পাওয়ায় এর উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণের ওপর পাঁচ সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার (৩০ জুলাই) চেম্বার আদালতে আবেদন করে প্রাণ ডেইরি ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ। ওই আবেদনের ওপর শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান হাইকোর্টের আদেশ পাঁচ সপ্তাহ স্থগিত করে দেন। কোম্পানিগুলোর পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে সোমবার (২৯ জুলাই) বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের এক আবেদনের প্রেক্ষিতে মিল্ক ভিটা ব্র্যান্ডের দুধের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করে দেন চেম্বার আদালত।