উজ্জ্বল রায় (নড়াইল) প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামে ফুফুর পরকীয়ায় বাঁধা দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রেমিক। নিহতের নাম রেজাউল। সে ওই গ্রামের রাবুল মোল্যার ছেলে। বুধবার (২৬ জুন) রাত ১১টার দিকে প্রেমিক বাছের মোল্য তার মাথায় সজোরে আঘাত করলে সে আহত হয়। বৃহস্পতিবার (২৭ জুন) রাত ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ হত্যাকান্ডের সঙ্গে জড়িত প্রেমিক বাছের মোল্যাকে আটক করেছে। গ্রামবাসীর সুত্রে জানা যায়, নিহত রেজাউলের ফুফু রুকি বেগমের (৪০) সঙ্গে পাশের গ্রাম যশোরের অভয়নগরের কাংকুল গ্রামের সোনা মোল্যার ছেলে বাছের মোল্যার (৫০) দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলে আসছিলো। একাধিকবার প্রেমিক বাছেরকে এ অসভ্য কর্মকান্ড থেকে সরে আসার জন্য নিষেধ করা হয়।তারপরও বাছের লুকিয়ে লুকিয়ে পরকীয়া প্রেম বা দেখা-সাক্ষাত চালিয়ে আসছিল। ঘটনার দিন বুধবার (২৬ জুন) রাত ১১ টার দিকে প্রেমিক বাছের মোল্যা গোপনে রুকি বেগমের সঙ্গে দেখা করতে আসে। বিষয়টি টের পেয়ে রুকির ভাইপো রেজাউল প্রেমিক বাছেরের ওপর চড়াও হয়। এক পর্যায়ে বাছের মোল্যা একটি লাঠি দিয়ে রেজাউলের মাথায় সজোরে বাড়ি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা রাত সাড়ে ১১টার দিকে রেজাউলকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় বিছালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু জাফর জানান,‘এ ঘটনার সঙ্গে জড়িত বাছের মোল্যাকে আটক করা হয়েছে।’