
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর তেজগাঁওয়ে ফুয়াং ক্লাব ও বিজয়নগরের সায়েম টাওয়ারে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে, অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর গুলশানের ম্যাংগো স্পা থেকে আটক হওয়া ধৃত আসামী আসাদুজ্জামানের দুদিন ও লাইফ স্টাইল স্পার রুহে আলমের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আজ ঢাকার মহানগর হাকিম আদালত।
রোববার রাতে ও সোমবার বিকেলে তেজগাঁওয়ে ফুয়াং ক্লাব ও বিজয়নগরের সায়েম টাওয়াওে পৃথক পৃথক অভিযান চালানো হয়েছে।
তেজগাঁও বিভাগ পুলিশ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান চলছে।
ডিএমপি তেজগাঁও জোন পুলিশের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে ফুয়াং ক্লাবে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তেজগাঁও বিভাগ পুলিশের নেতৃত্বে এক ঝটিকা অভিযান শুরু হয়। অভিযোগ ছিল ফুয়াং ক্লাবে জুয়ার আসর বসে। এই অভিযোগ পেয়ে আমরা ওই ক্লাবে অভিযান চালাই।
ডিএমপি রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সায়েম টাওয়ারের ৮ম তলায় বাংলাদেশ ফিল্ম ফ্যাশন লিমিটেডে এ অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলা অবস্থায় ১৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এদিকে, রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান-১ নাভানা টাওয়ারে তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ। সেন্টারগুলো হলো- লাইভ স্টাইল হেল্থ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেুলন, ম্যাঙ্গো স্পা ও রেডিডেন্স সেলুন-২ অ্যান্ড স্পা। সেখান থেকে ১৬ নারী ও তিনজন পুরুষসহ মোট ১৯ জনকে আটক করা হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে গ্রেফতারদের হাজির করা হয়। এসময় রুহে আলমের পাঁচ দিন এবং আসাদুজ্জামানের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। অপরদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আসাদুজ্জামানের দুদিন ও লাইফ স্টাইল স্পার রুহে আলমের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এছাড়া গুলশান থানার মানবপাচারের পৃথক তিন মামলায় স্পা থেকে আটক ১৬ নারীকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন রেসিডেন্ট সেলুন অ্যান্ড স্পা’র- সাদিয়া, রুমানা আক্তার, হিরা মনি, মমতাজ বেগম, লাকি আক্তার মিম। লাইফ স্টাইল স্পা’র- লিলি রেমা, সাহিদা, হাওয়া আক্তার, শারমিন আক্তার, মাধবী চিরং, কলি হক, সুমা সাংমা, টিনা খাতুন, রুবি ও লাকি। ম্যাংগো স্পা’র মাহফুজা সাথী।
অপর দিকে, গত শুক্রবার রাজধানীর যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে গুলশানের নিকেতনের বাসা থেকে আটক করে এলিট ফোর্স র্যাব। এ সময় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, গুলি, বৈদেশিকমুদ্রা ও মাদকদ্রব্য ছাড়াও নগদ এক কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর (স্থায়ী আমানত) করার নথি জব্দ করা হয়।
একই দিন শুক্রবার রাতে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবে অভিযান চালায় র্যাব। এ সময় ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজের কাছে সাত প্যাকেট গন্ধহীন হলুদ রঙের ইয়াবাসহ অবৈধ আগ্নেয়াস্ত্র থাকায় তাকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি ক্যাসিনোতে খেলার কয়েন, স্কোরবোর্ড ও ৫৭২ প্যাকেট তাস।
এদিকে, গত ১৮ সেপ্টেম্বর অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে র্যাবের হাতে আটক হন ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। পরে অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গত রোববার (২২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর দিলকুশা স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও ভিক্টোরিয়া ক্লাবে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ। এ সব ক্লাবেও জুয়ার আলামত জব্দ করা হয়।
গত শুক্রবার রাতে রাজধানীর ভাটারা থানার কুড়িল প্রগতি সরণির হোটেল গার্ডেন সিটি ইন্টারন্যাশনালে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- হোটেলের ম্যানেজার মফিজুর আলম, মজিবুর রহমান, রানী, হাফিজা বেগম, সুরাইয়া, সাথী, মোঃ রুবেল, , মোঃ ঈমানুর রহমান, মোঃ রুবেল ও মোঃ আফরার।
এছাড়া একই দিন বসুন্ধরা আবাসিক এলাকার সরকার মার্কেটে হোটেল স্টার-এ অভিযান পরিচালনা করে ২৫ জনকে গ্রেপ্তার করে। এরা হলেন মোহাম্মদ উল্লাহ (হোটেল ম্যানেজার), মোঃ সৌরভ হোসেন, মোঃ হান্নান, মোঃ রায়হান, সাঈদ আনোয়ার সবুজ, সোহেল রানা, মোঃ আলমগীর হোসেন, রাফসান রহমান মিশেল, নুরনবী শিকদার, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ তানভির হাসান, মোঃ তুহিন মোল্লা, রাজন বনিক, সাহাত সালেহীন সিমান্ত, নাহিদা আক্তার, সামিয়া আলম, লামিয়া আক্তার, মোসাঃ রিয়া আক্তার, নিলা আক্তার, নাদিয়া আবরার, তানিয়া, ইয়ানুর আক্তার, উমা চিসিম, সেফা দাস ও ফারজানা আক্তার।
ডিএমপি ভাটারা থানা পুলিশ আজ জানান, দীর্ঘদিন ধরে এসব আবাসিক হোটেল গুলোতে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল বলে অভিযোগ রয়েছে ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) গণমাধ্যম শাখার প্রধান (ডিসি) মো: মাসুদুর রহমান আজ এসব সত্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
