অলিদুর রহমান অলি: ফ্যাসিবাদের দোসর সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অপসারণ ও প্রথম আলো, ডেইলি স্টার এবং এই বাংলা সহ ফ্যাসিস্ট মিডিয়া বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে । গতকাল (৭ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে উত্তরা পূর্ব থানার সামনে বৈষম্যহীন কারা আন্দোলন, প্রকৌশলীবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী মানুষের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
এ সময় ইঞ্জিনিয়ার তাজ উদ্দিন আহমেদ তানভিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি সফিকুল ইসলাম, মাওলানা আতাউর রহমান, সাংবাদিক মোঃ ইসমাঈল হোসাইন শামীম, উত্তরা বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আব্দুল মান্নান,কোষাধ্যক্ষ হাজী আমিন উদ্দিন, মাওলানা আলতাফ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অপসারণ ও প্রথম আলো, ডেইলি স্টার এবং এই বাংলা সহ ফ্যাসিস্ট মিডিয়া বন্ধের দাবি জানান।
ফ্যাসিবাদের দোসর সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ
