বংশালের সুরিটোলা থেকে জেএমবি’র আরও দুই সক্রিয় সদস্য গ্রেফতার

0
182
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-‘যুদ্ধের প্রস্তুতি নিতে চাওয়া’ এ দলের আরও দুই সক্রিয় সদস্যকে রাজধানীর বংশাল থানার সুরিটোলা এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আব্দুর রহমান (২৯) ও মোঃ রবিউল ইসলাম (৩৩)।
কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তোহিদুল ইসলাম আজ বৃহস্পতিবার গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকাল চারটার দিকে রাজধানীর বংশাল থানার সুরিটোলা এলাকা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে চাওয়া’ এ দলের সদস্য মোঃ আব্দুর রহমান (২৯) ও মোঃ রবিউল ইসলাম (৩৩)কে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৪টি মুঠোফোন ফোন, দুটি পাসপোর্ট, বাংলাদেশী ৩৮ হাজার ৮০০ টাকা এবং ২ হাজার ৪৬০ আমেরিকান ডলার জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তোহিদুল ইসলাম ।
পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, গ্রেফতারকৃত দুইজনেই একই মামলার পলাতক অভিযুক্ত আসামী এবং ঈমাম মাহাদির সৈনিক হিসেবে হিজরত করতে যুদ্ধের প্রস্তুতি নিতে চাওয়া দলের সদস্য।
উল্লেখ্য, গত ৪ মে রাজধানীর কাকরাইল এলাকা থেকে কাউন্টার টেরোরিজম বিভাগের একটি দল তাবলিগের নামে সৌদি আরব গিয়ে ‘হিজরত’ করা জেএমবির ১৭ অনুসারীকে গ্রেফতার করেছিল।বর্তমানে তারা জেলহাজতে আছে। গত ৫ মে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here