Daily Gazipur Online

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎযাপনের অংশ হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসেবে টঙ্গী থানা নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে নতুন ভোটার আরিফ রহমান রিয়নের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেয়ার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। টঙ্গী থানা নির্বাচন অফিসার ওমর ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র বর্মন, দাতা সদস্য বজলুর রশিদ, টঙ্গী ক্রীড়া চক্রের দপ্তর সম্পাদক মাসুক আল হোসেন মারুফ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজহারুল ইসলাম, কামরুল ইসলাম, বজলুর রহমান, নূর মোহাম্মদ শ্যামল, ওবায়দুর রহমান, কাজেম উদ্দিন, আমজাদ হোসেন খান, রনঞ্জিত চন্দ্র বর্মন, খালেদা আক্তার, আরজু আরা বেগম, মনির হোসেন প্রমুখ। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র পেয়ে নতুন ভোটাররা আনন্দে উল্লাসিত হয়ে উঠেন। নতুন ভোটাররা বলেন, আজ আমরা সত্যিকার দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারবো।