Daily Gazipur Online

বঙ্গবন্ধু কলেজে গাছা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান

অলিদুর রহমান অলি: গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু কলেজ গাছার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল কলেজ মাঠে অধ্যক্ষ মো: মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি, গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো: মহিউদ্দিন আহম্মেদ মহি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: আদম আলী, গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন মোল্লা, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা মোঃ লিটন মোল্লা, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জালাল উদ্দীন সরকার, সদস্য সচিব, সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম দুলাল, গাছা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক মোঃ শফিকুল ইসলাম শফিক, গাছা থানা যুবলীগ নেতা ইসমাইল হোসেন, সাদ্দাম হোসেন তন্ময় প্রমুখ। আলোচনা সভা শেষে বাষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।