Daily Gazipur Online

বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘিনীর ঘরে নতুন অতিথি

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘিনী শাবক জন্ম দিয়েছে। শাবকটি দুই মাস আগে জন্ম নিলেও নিরাপত্তার জন্য সাফারি পার্ক কর্তৃপক্ষ গতকাল নতুন বাঘ শাবক জন্মের খবরটি প্রকাশ করে। পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিছুর রহমান জানান, ১ নভেম্বর পার্কের অভ্যন্তরে বাঘিনী একটি মাদী শাবক জন্ম দেয়। শাবক ও তার মায়ের নিরাপত্তার কথা চিন্তা করেই এ খবর গোপন রাখা হয়েছিল। এখন উভয়েই সুস্থ রয়েছে। পার্ক কর্তৃপক্ষ জানায়, নতুন জন্ম নেওয়া শাবকসহ পার্কে এখন বাঘের সংখ্যা ১৩টিতে পৌঁছেছে। ৮ আগস্ট রানী নামের একটি বাঘিনী ৩টি শাবকের জন্ম দেয়। যার মধ্যে একটি ছিল সাদা বাঘ শাবক। এখানের পরিবেশ ও প্রাণীদের বিশেষ ব্যবস্থাপনায় লালন-পালন করায় প্রতিনিয়ত বাচ্চা পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে এখান থেকেই দেশের বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানে প্রাণী সরবরাহ করা যাবে।