বদলে গেছে জীবন,বদলায়নি সমাজ!!

0
225
728×90 Banner

মোঃ ফিরোজ খান: সব কিছুর জন্য দায়ী করোনা ভাইরাস।কারণ মানুষের মাধ্যমেই এ করোনা ভাইরাস ছড়াচ্ছে বিধায় মানুষ থেকে মানুষ কমপক্ষে দুই-তিন মিটার দূরে থাকতে হচ্ছে। এত বড় শাস্তির পরও আমাদের চরিত্রের কি কোনো পরিবর্তন হয়েছে? পৃথিবী তার সৌন্দর্য ঠিক আগের মতই ভরপুর রেখেছে। খুব শিগগির বসন্ত তার বাহার নিয়ে হাজির হবে জনসম্মুখে। অথচ আমাদের কে ঘর থেকে বাহির হওয়া বন্ধ করে দিয়েছে করোনা ভাইরাস।সুন্দর পৃথিবীকে মন প্রাণ খুলে দেখা যাবে না,উপভোগ করা যাবে না,পৃথিবীর সৌন্দর্য।কিন্তু কেন? কী অপরাধ করেছি আমরা? আমরা কি তাহলে পৃথিবীর থেকে অভিশপ্ত?নাকি করোনা জীবনের সবকিছু থেমে দিয়েছে?নাকি আমরা মানুষ পরিবর্তন হয়ে গেছি?
আজ সব কিছু থাকতেও যেনো তার কোনো কিছু সঠিকভাবে ব্যবহার করতে পারছিনা। পারছিনা দুচোখ ভরে দেখতে,পারছিনা উপভোগ করতে,সেই সমুদ্র সৈকত,সেই তাজমহল বা নিজের অতি নিকটতম আপনজনকে। আজ আমার আগমনের কথা শুনলে আমার সহধর্মিণী বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কিন্ত কেন? এমনতো কথা ছিল না। পরিবর্তন এসে সব কিছুর পরিবর্তন করে দিল। নাকি উহান থেকে উৎস হওয়া করোনা ভাইরাস পুরো পৃথিবীকে অচল করে দিল?সত্যিই এটা খুবই ভাবনার বিষয় হয়ে দাড়িয়েছে গোটা পৃথিবীতে?করোনা ভাইরাস আমাদের জীবনকে পাল্টিয়ে দিলেও আমরা মানুষ এখনও পাল্টাতে পারিনি!!এটাই আমাদের মানুষের চরিত্র।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here