Daily Gazipur Online

বাঁধনের মায়ের চিকিৎসায় ১ লাখ টাকা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলে খেলা উদীয়মান ফুটবলার জাহিদ আহসান বাঁধনের মায়ের দুটি কিডনিই প্রায় অকেজো হয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমে বিষয়টি জানার পর বাঁধনের মায়ের চিকিৎসায় সাহায্যের হাত বাড়ালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাঁধনের হাতে তার মায়ের চিকিৎসার জন্য ১ লাখ টাকার চেক তুলে দেন প্রতিমন্ত্রী।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সবসময় অসহায় দুস্থ ক্রীড়াবিদ ও তাদের পরিবারের পাশে আছি। অতি সম্প্রতি আমরা করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ক্রীড়াবিদদের ১ কোটি টাকা দিয়েছি। আমরা আরো বেশি সংখ্যক তৃণমূল পর্যায়ে সহায়তা করার লক্ষ্যে কাজ করছি। আজ বাঁধনের মায়ের চিকিৎসার জন্য ১ লাখ টাকা প্রদান করেছি। ভবিষ্যতে ও বাঁধনসহ সকল অসহায় ক্রীড়াবিদদের পাশে থাকব।’
উদীয়মান ফুটবলার বাঁধন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এই সাহায্য পেয়ে ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার আম্মুর চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল স্যার। চিকিৎসার জন্য আমাকে ১ লাখ টাকার চেক দিলেন নিজ হাতে।’
‘অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আমার মত এক অসহায় সন্তানের পাশে দাঁড়িয়েছেন। আপনার মত সকলেই যদি আমার পাশে দাঁড়ায়, যার যার অবস্থান থেকে যার যার সাধ্যমতো, ইনশা আল্লাহ আমি আমার আম্মুকে সুস্থ করে তুলব।’