

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গত শুক্রবার দিনব্যাপী গাজীপুরের কালীগঞ্জের নাজিমস গার্ডেন প্যালেসে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা ) এর আয়োজনে ‘বোমা ফ্যামিলি ডে-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। ফ্যামিলি ডে ২০২৩ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোমার সভাপতি শরিফুল ইসলাম খান ডলার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বোমার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন স্বপন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বেদু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, এফবিসিসিআই পরিচালক ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদ প্রেসিডেন্ট নিজামুদ্দিন জিতু, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসিরউদ্দিন বুলবুল, মাসিক ভিন্নমাত্রা সম্পাদক-প্রকাশক মোহাম্মদ মাসুম বিল্লাহ, কামাল হোসেন, সাব্বির আহমেদ রনি,শেখ নূরজ্জামান জুয়েল,শহিদুল ইসলাম খান, ডাঃ নাফিজ মাহবুব, রাশেদুল হাসান বুলবুল, আবু নঈম, রফিকুল হুদা বাবু সহ প্রমুখ।দিনব্যাপী বোমার পরিবারের সদস্যরা সৌহার্দ্য ও আনন্দপূর্ণতার সাথে বোমা ফ্যামিলি ডে ২০২৩ উদযাপন করে।
