ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকাস্থ রামপাল যুব পরিষদের পক্ষ থেকে ০৬ আগষ্ট ২০২৫ বুধবার বাগেরহাট জেলার ৪ টি সংসদীয় আসন বহাল রাখার দাবীতে নির্বাচন কমিশনে লিখিতভাবে আবেদন জমা দেয়া হয়। এবং কমিশনের সদয় বিবেচনার জন্য প্রত্যক্ষ শুনানিতে অংশগ্রহণের মাধ্যমে যৌক্তিক ও আইনগত মতামত পেশ করার সুযোগ চাওয়া হয়। ঢাকাস্থ রামপাল যুব পরিষদের পক্ষে নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরদার আব্বাস উদ্দিন, দপ্তর সম্পাদক অধ্যাপক জাহিদুর রহমান জিতু, সদস্য মোহাম্মদ হাদীউজ্জামান হাদী এবং সদস্য আবুল হাসান বাবু।
জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ৩০ জুলাই ২০২৫ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনী এলাকাসমূহের সীমানা পুনঃনির্ধারণ করে একটি প্রাথমিক তালিকা প্রকাশ করে, যেখানে বাগেরহাট জেলার ৪ টি সংসদীয় আসন থেকে ১ টি সংসদীয় আসন বিলুপ্ত করে ৩ টি সংসদীয় আসনের প্রস্তাব করা হয়। ঢাকাস্থ রামপাল যুব পরিষদের পক্ষ থেকে সচেতনভাবে বিজ্ঞপ্তি পর্যালোচনা করে, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক সুবিধা, আঞ্চলিক অখন্ডতা এবং জনসংখ্যার বাস্তব বিভাজন বিবেচনায় রাখার যে সাংবিধানিক নিয়ম ও সীমানা নির্ধারণ আইন-২০২১ এর ধারা ৬ এর উপধারা (২) অনুযায়ী নির্ধারিত রয়েছে, সেটা বাগেরহাট জেলার ক্ষেত্রে যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে আবেদনে উল্লেখ করা হয়। আবার উক্ত বিজ্ঞপ্তিতে সংসদীয় আসনের জনসংখ্যা/ভোটারসংখ্যার পার্থক্য ৩০ শতাংশ পর্যন্ত আছে এটা স্বীকার করে নেয়া হলেও বাগেরহাটের ক্ষেত্রে সেটি বিবেচনা করা হয়নি। এমনিকি বিলুপ্ত সংসদীয় আসন রামপাল-মোংলার জনসংখ্যা ও ভোটার সংখ্যার সাথে ৩০ শতাংশ বিবেচনায় নেয়া হলে কোনভাবেই এই সংসদীয় আসনের বিলুপ্তির সুপারিশ করা যায় না। তাছাড়া উপকূলীয় অঞ্চল ও অনগ্রসর রামপাল-মোংলা উপজেলার জনসংখ্যা চার লক্ষাধিক হলেও জীবন জীবিকার অন্বেষনে তারা দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকায় থাকেন এবং কেউ কেউ অস্থায়ী ঠিকানায় ভোটারও হয়েছেন। কিন্তু বিভিন্ন ছুটি এবং দুটি ঈদে এসব মানুষ তাদের স্থায়ী ঠিকানা রামপাল-মোংলায় চলে আসেন। বিষয়গুলো সদয় বিবেচনায় নিয়ে দেশের সামগ্রিক জনসংখ্যার মানদণ্ড রক্ষায় অন্যান্য সংসদীয় আসনের মতোই সামান্য বিন্যাসের মাধ্যমে বাগেরহাটের ৪ টি সংসদীয় আসন বহাল রাখার চেষ্টা মাননীয় বিশেষজ্ঞ কমিটির সদস্যগণ বাগেরহাটের অধিক জনসংখ্যা সম্বলিত পার্শ্ববর্তী সংসদীয় আসনের ১ টি অথবা ২ টি ইউনিয়নকে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সাথে যুক্ত করে দিলে অধিক সুবিচার ও ন্যায়বিচার হবে বলে পরিষদের পক্ষ থেকে জানানো হয়।
লিখিত আবেদনে সংবিধানের ১১৯ এর দফা (১) এর উপদফা (গ) এবং সীমানা নির্ধারণ আইন ২০২১ এর ধারা ৮ এর উপধারা (১)(খ) অনুযায়ী জাতীয় সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষে এলাকাভিত্তিক নির্বাচনী এলাকাসমূহের সীমানা উপরোক্ত আইনের ধারা ৬ এর উপধারা (২) অনুসারে প্রশাসনিক সুবিধা, আঞ্চলিক অখন্ডতা এবং জনসংখ্যার বাস্তব বিভাজন বিবেচনায় নিয়ে বাগেরহাট জেলার ৪ টি সংসদীয় আসন বহাল করে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতির পথে রামপাল-মোংলাকে রাখার অনুরোধ জানানো হয়।
বাগেরহাটের ৪ টি সংসদীয় আসন বহাল রাখার দাবীতে নির্বাচন কমিশনে আবেদন জমা
