Daily Gazipur Online

বাঘলবাড়ী এলাকায় ডাকাতির ঘটনায় ২ ডাকাত গ্রেফতার

মোঃ বায়েজীদ হোসেন : গাজীপুর মহানগরীর বাঘলবাড়ী এলাকায় গত মঙ্গলবার ২৩ জুন রাতে বঙ্গবন্ধু কৃষি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক রাশেদুল ইসলামের বাড়ীতে ডাকাতি হয়। ডাকাতরা বাড়ীর লোক জনদের কে আটকে রেখে ২০ ভরি স্বর্ণ অলংকার ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। এই ঘটনায় গাজীপুর সদর মেট্রোথানার এস.আই মোঃ জহিরুল ইসলাম অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত থাকা বাঘলবাড়ী এলাকার রমিজ উদ্দিনের ছেলে মোঃ জহির (৪৫) ও ওয়াহিদের ছেলে সজল (২৪) কে গ্রেফতার করে। আটকৃত সজিব ঘটনার সাথে জড়িত থাকার কথা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারার জবানবন্দীতে স্বীকার করেন। এস.আই জহির জানান, ঘটনার সাথে জড়িত বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।