

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দূূরপাল্লার বাসে ডাকাতির সঙ্গে জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের মুলহোতা সোলেমান শেখসহ ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, আটটি দেশীয় অস্ত্র ও তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ই জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব জানায় আশুলিয়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
অন্যদিকে, রাজধানীর শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহআলী থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।
