বিএসএমএমইউতে ৫৬৪তম সফল কিডনী প্রতিস্থাপন সম্পন্ন

0
104
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পুরোদমে এগিয়ে চলছে কিডনী প্রতিস্থাপন কার্যক্রম। ইতোমধ্যে ৫৬৪তম সফল কিডনী প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে।
করোনাসহ নানা কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রোগীদের জীবন বাঁচাতে বর্তমানে পুনরায় এই কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হয়েছে। বুধবার ২৩ বছর বয়সী মো. আবু হেনা শিশির নামে রোগীর সফল কিডনী প্রতিস্থাপন করেন বিএসএমএমইউ’র ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন দিপু, সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেনের নেতৃত্বে গঠিত চিকিৎসক টিম।
কিডনী দান করেছেন রোগীর মা ৪০ বছর বয়সী শারমিন আকতার। বর্তমানে কিডনী গ্রহীতা ও কিডনী দাতা উভয়েই সুস্থ আছেন। এটা ছিল ৫৬৪তম সফল কিডনী প্রতিস্থাপন। এই বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে সাড়ে ৫ শতাধিক রোগীর কিডনী প্রতিস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন কিডনী প্রতিস্থাপন এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here