ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ সরকার ২০০৩ সালে Framework convention on Tobacco control (FCTC) চুক্তিতে স্বাক্ষর করে এবং ২০০৪ সালে অনুস্বাক্ষর করে। বাংলাদেশ এই চুক্তির প্রথম স্বাক্ষরকারী দেশ এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার ২০০৫ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন প্রণয়ন করে ও পরে ২০১৩ সালে আইনটি সংশোধন করে এবং ২০১৫ সালে বিধি প্রনয়ণ করে। আইনের ধারা ৫ অনুযায়ী সকল ধরনের তামাকের বিজ্ঞাপন, প্রচার ও প্রচারণা নিষিদ্ধ এবং ধারা ৬ (ক) অনুযায়ী তামাকজাত দ্রব্য ১৮ বছরের কম বয়সী কেউ বিক্রি করতে বা কারোও কাছে বিক্রি করা নিষিদ্ধ। আইনে স্কুল এবং খেলার মাঠ কাছাকাছি তামাক পণ্য বিক্রয় নিষিদ্ধ করা হয় নাই। কিন্তু সারা বিশ্ব জুড়ে স্কুলের শিশুরা প্রতিদিনই তামাকের বিজ্ঞাপন, প্রচার-প্রচারণা দেখার মাধ্যমে তামাকের প্রতি আকৃষ্ট হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও তামাকজাত পণ্যের সহজলভ্যতা ও বিজ্ঞাপনের মাধ্যমে তামাক কোম্পানি স্কুলের শিক্ষার্থীদের কাছে তামাকের প্রচারণা করে থাকে। শিশু ও যুবদের লক্ষ্য করে তামাক কোম্পানি যে অবৈধ বানিজ্য করছে তার উপর ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস্ বিশ্বব্যাপী একটি জরিপ কার্যক্রম পরিচালনা করেছে। বাংলাদেশের অবস্থা পর্যালোচনা করতে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স-এর সহযোগীতায় ঢাকা আহ্ছানিয়া মিশন “বিগ টোব্যাকো টাইনি টার্গেট ইন বাংলাদেশ” শিরোনামে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে। জরিপের প্রতিবেদনে দেখা যায়, ৯০.৫% স্কুল ও খেলার মাঠের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রির দোকান পাওয়া যায়; ৮১.৮৭% দোকানে তামাকজাত দ্রব্যের প্রদর্শন হচ্ছে শিশুদের দৃষ্টি সীমানার মধ্যে (১ মিটারের মধ্যে) দেখা যায়। যেখানে ক্যান্ডি, চকোলেট এবং খেলনার পাশে তামাকজাত দ্রব্য বিক্রি করতে দেখা যায় ৬৪.১৯% দোকানে এবং ৮২.১৭% দোকানে তামাকের বিজ্ঞাপণ দেখা যায়।
২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার সকাল ১০:৩০ টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (প্রাক্তন ভি আই পি লাউঞ্জ) ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে ‘বিগ টোব্যাকো টাইনি টার্গেট বাংলাদেশ প্রতিবেদন উপস্থাপন ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। শিশু, কিশোর ও যুব সমাজকে তামাক ও ধূমপানে আসক্ত করা ও ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করার লক্ষ্যে তামাক কোম্পানীসমূহের বিভিন্ন কূট কৌশল বন্ধে ঢাকা আহ্ছানিয়া মিশন সরকারের প্রতি কিছু সুপারিশমালা তুলে ধরেন; যেমন- (১) সরকারের উচিত বিদ্যালয় ও খেলার মাঠের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের বিক্রয় নিষিদ্ধ করা এবং এই বিষয়ে বিদ্যমান আইন সংশোধন করা; (২) তামাকজাত দ্রব্যের খুচরা বিক্রি নিষিদ্ধ করা এবং আইনে বিষয়টি অন্তর্ভূক্ত করা দরকার; (৩) স্থানীয় সরকার কর্তৃপক্ষের উচিত তামাক বিক্রেতাদের লাইসেন্সের আওতায় আনা এবং ‘তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলা’ এবং ‘খুচরা বিক্রি নিষিদ্ধ’ এমন শর্ত লাইসেন্সে অন্তর্ভূক্ত করা; (৪) তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োগকে আরো উন্নত করা, বিশেষ করে বিক্রয়কেন্দ্রে বিজ্ঞাপন, প্রচার ও প্রচারণার ক্ষেত্রে ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এম. পি। তিনি বলেন, বিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন বন্ধে কার্যকর প্রদক্ষেপ গ্রহন করবে শিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের বিগত প্রদক্ষেপসমূহের অগ্রগতি পর্যালচনা করা হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী মো. খলিলুর রহমান (যুগ্মসচিব), ঢাকা জেলা শিক্ষা অফিসার মো: বেনজীর আহম্মদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ সভাপতি আব্দুল কাইয়ুম তালুকদার এবং ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্সের গ্রান্ডস ম্যানেজার আব্দুস সালাম মিঞাঁ। সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এম এহ্ছানুর রহমান। প্রতিবেদনটি উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো: মোখলেছুর রহমান ।