Daily Gazipur Online

বিজয়নগরে ত্রাণ নিয়ে বন্যার্তদের দোরগোড়ায় উপজেলা নির্বাহী অফিসার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাড়ছে পানি ডুবছে বিজয়নগর। তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। বানভাসি মানুষের আহাজারির আগেই ত্রাণ নিয়ে বন্যার্ত মানুষের পাশে ইউএনও। দ্রুত খাবার পেয়ে খুশি হলো বানভাসিরা। জানা গেছে, কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলে বৃদ্ধি পায় পানি। বিপদসীমা পেরিয়ে তলিয়ে নেয় লোকালয়। বন্যায় আক্রান্ত হয় প্রায় এক হাজার পরিবারের মানুষ।
বন্যার্ত মানুষের মাঝে আহাজারি শুরু হওয়ার আগেই ত্রাণসামগ্রী নিয়ে বানভাসি মানুষের মাঝে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ আজ (২৩ জুন) বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া, হাজীপুর, হাতুরাপাড়া,বুল্লা ও এক্তারপুর গ্রামের বন্যার্তদের খোঁজখবর নেন ও খামার সামগ্রী তুলে দেন ।
তিনি পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নে বন্যার্তদের কাছে যাওয়ার কথা রয়েছে।
বন্যার্তদের সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমের উপজেলা নির্বাহী অফিসার এর সাথে রয়েছে উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহীনূর জাহান, হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সারোয়ার রহমান ভূমিকাসহ স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।